কলকাতায় চলচ্চিত্র উৎসবের উদ্বোধন তথ্যমন্ত্রীর
ই-বার্তা ডেস্ক ।। পশ্চিমবঙ্গের কলকাতায় চার দিনব্যাপী বাংলাদেশ চলচ্চিত্র উৎসব উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় তিনি বলেন, বাংলাদেশ-ভারতের বন্ধুত্বকে আরেক ধাপ এগিয়ে নিতে সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যম হিসেবে চলচ্চিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম।
গতকাল শুক্রবার বিকালে কলকাতার নন্দন চলচ্চিত্র কেন্দ্রে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের সহায়তায় বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের আয়োজনে এটি অনুষ্ঠিত হচ্ছে।
এ সময় হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাঙালি ও ভারতীয় সেনাদের দেওয়া রক্তে পদ্মা-মেঘনা-যমুনার পানি আজও লাল। কোনো ষড়যন্ত্রই দুদেশের এ মেলবন্ধনের প্রতি হুমকি হতে পারে না। চলচ্চিত্র মাধ্যম মানুষকে সবচেয়ে বেশি কাছে টানে, মানুষের মাঝে আবেগ সঞ্চার করে, তাকে ভাবতে শেখায়। বাংলাদেশ ও ভারতে দুদেশের চলচ্চিত্র প্রদর্শনী দুদেশের সম্পর্ককে আরও গভীর করবে।
তথ্যমন্ত্রী বলেন, বিজাতীয় আগ্রাসন মোকাবেলা করে বাঙালি সংস্কৃতিকে বুকে ধরে রাখতে দুই বাংলা একসঙ্গে কাজ করবে।
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনার তৌফিক হাসানের সভাপতিত্বে সংসদ সদস্য মমতাজ বেগম, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজান-উল-আলম, ভারতীয় অভিনেতা প্রসেনজিৎ, কোয়েল মল্লিক, গার্গী রায়সহ বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
এবারের উৎসবের চলচ্চিত্রগুলো হলো- পুত্র, আমাদের বঙ্গবন্ধু, পোস্টমাস্টার ৭১, স্বপ্নজাল, দহন, রাজনীতি, হেডমাস্টার, জীবনঢুলি, নেকাববরের মহাপ্রয়াণ, ঘেটুপুত্র কমলা, নূরু মিয়া ও তার বিউটি ড্রাইভার, গহীন বালুচর, আলফা, জান্নাত, জন্মভূমি, রাজপুত্র, পাঠশালা, সনাতন গল্প, মহুয়া সুন্দরী, জাগে প্রাণ পতাকায় জাতীয় সংগীতে, খাঁচা, গেরিলা ও চিত্রা নদীর পাড়ে।
গত বৃহস্পতিবার দুপুরে তথ্যমন্ত্রী ঢাকা ত্যাগ করেন। চলচ্চিত্র উৎসবের পাশাপাশি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকোর বাড়ি ও শান্তিনিকেতন পরিদর্শন শেষে আগামী সোমবার সকালে তার ঢাকা ফেরার কথা রয়েছে।
ই-বার্তা / তামান্না আলী প্রিয়া