কানাডায় আইনজীবী হওয়ার ডাক পেলেন বাংলাদেশি রুমানা মঞ্জু
ই-বার্তা ডেস্ক ।। স্বামী হাসান সাঈদের আক্রমণে দুই চোখ হারানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মঞ্জুর কানাডার আইনজীবী সমিতির সদস্য হওয়ার ডাক পান।
২০১৮ সালের ডিসেম্বরে সদস্য হওয়ার এই ডাক পান। তার ওপর আক্রমণের এক বছর পরই তিনি কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার ‘ল’ প্রোগ্রামে পড়াশোনা শুরু করেন।
পড়াশোনা শেষ করার পরেই তিনি কানাডার আইনজীবী হওয়ার এই সুযোগ পান।
উল্লেখ্য, কানাডায় পড়াশোনা করা অবস্থায় ছুটিতে ২০১১ সালের জুনে বাংলাদেশে আসেন রুমানা। সে সময় তার স্বামী হাসান সাঈদ ‘পরকীয়ার’ অভিযোগে তার ওপর হামলা চালিয়ে দুই চোখ গেলে দেন। ঘটনাটি সে সময় বাংলাদেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
ওই ঘটনায় গ্রেফতার হওয়া হাসানের মৃতদেহ বঙ্গবন্ধু হাসপাতাল থেকে ২০১১ সালের ডিসেম্বরে উদ্ধার করা হয়। ওই হাসপাতালে কারা হেফাজতে চিকিৎসাধীন হাসানকে তার কক্ষের বাথরুমে মৃত অবস্থায় পাওয়া যায়।
ই-বার্তা / তামান্না আলী প্রিয়া