কাপ্তাইয়ে বালুবাহী ট্রাক উল্টে ২ জন নিহত
ই-বার্তা ডেস্ক।। মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যার দিকে রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে বালু বোঝাই একটি ট্রাক উল্টে দু’জন নিহত হয়েছেন। নিহতরা হলেন-মো. কবির (৩২) ও মো. জাহাঙ্গীর (৫৫)।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে বালু বোঝাই একটি ট্রাক চট্টগ্রাম থেকে কাপ্তাই আসছিল। পথে রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া নামক স্থানে এসে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর নামে একজনের মৃত্যু হয়।
স্থানীয়রা কবিরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে ভর্তি করলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে যায়।
ই-বার্তা/ মাহারুশ হাসান