কাশ্মীর হামলার ঘটনায় জঙ্গি গ্রেফতার
ই-বার্তা ডেস্ক।। জঙ্গি হামলা নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে দ্বন্দ্বের রেষের মধ্যেই বৃহস্পতিবার ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বাস স্টেশনে হামলার ঘটনা ঘটে। এর জের ধরে জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের সন্দেহভাজন এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গতকালের হামলায় অন্তত দুইজন নিহত ও প্রায় ৩০ জন আহত হয়েছেন। হামলার পর পরই এর দ্বায় অস্বীকার করেছে হিজবুল মুজাহিদিন। কাশ্মীরের এই জঙ্গি সংগঠনকে পাকিস্তান সমর্থিত বলে বিবেচনা করা হয়।
এদিকে পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত যুবকের নাম ইয়াসির জাবেদ ভাট। তার বয়স ২০ বছর। সে এ হামলার দায় স্বীকার করেছে। কুলগাম জেলার হিজবুল মুজাহিদিনের কমান্ডার ফারুক আহমেদের নির্দেশে এ হামলা করা হয়েছে বলে স্বীকার করে সে।
গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় দেশটির আধা সামরিক বাহিনীর গাড়িবহরে আত্মঘাতী হামলায় ৪০ জনেরও বেশি নিহত হয়। পরে ঘটনার দায় স্বীকার করে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদ। এই হামলার জেরে বেশ কয়েকদিন ধরেই উত্তেজনা চলে ভারত ও পাকিস্তানের মধ্যে।
ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু