‘কিছুদিনের’ মধ্যেই হলে ফিরবেন ছাত্রলীগ নেত্রী এশা
ই-বার্তা ।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সুফিয়া কামাল হল ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশা রোববার (২৯ এপ্রিল) হলে আসলেও আবার চলে যান।
তবে ‘কিছুদিনের’ মধ্যেই তিনি হলে ফিরবেন বলে জানান। এদিকে, যাকে ঘিরে এশার বিরুদ্ধে রগ কেটে দেয়ার অভিযোগ উঠেছেন, সেই ছাত্রলীগ নেত্রী মোরশেদা বেগমও হলে ফিরে এসেছেন।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্রীদের নির্যাতনের ঘটনায় গত ৯ এপ্রিল রাতে এশাকে সুফিয়া কামাল হলের সাধারণ শিক্ষার্থীরা জুতার মালা পরিয়ে হল থেকে বের করে দেয়।
তাৎক্ষণিক এশাকে দল থেকে বহিষ্কার করে ছাত্রলীগ। পরদিন তাকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। অবশ্য পরবর্তীতে অভিযোগ প্রমাণিত হয়নি দাবি করে এশার বহিষ্কারাদেশ তুলে নেয় ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
হলে ফেরার বিষয়ে জানতে চাইলে এশা বলেন, ‘ঢাবি ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে হলে এসেছি। তবে আরো কিছুদিন পর হলে উঠব।’
অন্যদিকে জানতে চাইলে হল ছাত্রলীগের নেত্রী মোরশেদা বেগম বলেন, ‘আমি বুধবার থেকে হলে আছি।’ সুত্রঃ ক্যাম্পাস টাইমস