কুমিল্লায় মৃত ব্যক্তিও আছেন সম্মেলনের প্রস্তুতি কমিটিতে!
ই- বার্তা ডেস্ক।। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন করতে ২৮ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।
রবিবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদের স্বাক্ষরিত কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে রুহুল আমিনকে আহ্বায়ক ও অধ্যক্ষ হুমায়ুন মাহমুদকে সদস্যসচিব এবং ২৬ জনকে সদস্য করে ২৮ সদস্যের ওই কমিটির তালিকায় রয়েছে মৃত ব্যক্তিও।
চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি অধ্যক্ষ আইউব আলী চলতি বছরের ফেব্রুয়ারিতে মৃত্যু বরণ করেন। ২০ অক্টোবর ৭টি উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির ২৬ নম্বর সদস্য তিনি। সম্মেলন প্রস্তুতি কমিটি আহবায়ক রুহুল আমিন জানান, চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি মৃত্যুর বিষয়টি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটিকে অবহিত করেননি। যার ফলে এমন ভুল হয়েছে।
এর আগে গত ১৫ অক্টোবর রাজধানীর ধানমন্ডি কার্যালয়ে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে বৈঠক করে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। ওই বৈঠকের ছয় দিন পর রোববার রাতে সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদন দেয়া হয়।