কেইনের হ্যাটট্রিকে ৭ গোলের জয়ে ইউরোর মূল পর্বে ইংল্যান্ড
ই-বার্তা ডেস্ক।। নিজেদের এক হাজারতম ম্যাচে বিশাল জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। এই ম্যাচেই জাতীয় দলের হয়ে প্রথম হ্যাটট্রিক করেন হ্যারি কেইন। মন্টেনেগ্রোকে ৭-০ গোলে হারিয়ে এদিন ২০২০ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের মূল পর্বও নিশ্চিত করেছে তারা।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে বাছাই পর্বের ‘এ’ গ্রুপের ম্যাচে মন্টেনেগ্রোকে ৭-০ গোলে হারায় ইংল্যান্ড। প্রথমার্ধেই পাঁচটি গোল পাওয়া স্বাগতিক দল দ্বিতীয়ার্ধে পায় আরও দুই গোল।
১৭ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূর্ণ করেন ইংল্যান্ড অধিনায়ক কেইন। বাকি চার গোলের তিনটি করেছেন অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইন, মার্কাস র্যাশফোর্ড ও ট্যামি আব্রাহাম। অপর গোলটি আত্মঘাতী।
বিশাল এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ইউরোর মূল পর্ব নিশ্চিত করল ইংল্যান্ড। সাত ম্যাচে ছয় জয়ে দলটির পয়েন্ট ১৮। তিন পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে আছে চেক রিপাবলিক।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু