কেমিক্যালের গুদাম সরানো না হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে ডিএনসিসি মেয়র
ই-বার্তা ডেস্ক ।। পুরান ঢাকার কোনো আবাসিক ভবনে আর কোনো রাসায়নিক দ্রব্য রাখতে দেয়া হবে না বলে আবারো জানালেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। আবাসিক ভবন থেকে কেমিক্যালের গুদাম সরানো না হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন ডিএনসিসি মেয়র।
দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, ‘যতক্ষণ না পর্যন্ত পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন স্থানান্তর না করতে পারছি ততক্ষণ পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এই কাজ অব্যাহত থাকবে।’
তিনি আরো বলেন, ‘নগরের জান, মাল নিরাপত্তা নিশ্চিত করতে নগর কর্তৃপক্ষ দৃঢ়ভাবে প্রতিজ্ঞ। এখানে সাংবাদিক, স্থানীয় লোকজন আছেন, ব্যবসায়ীদের প্রতিনিধিগণ আছেন। আমরা এই কাজে সকলের সহযোগিতা কামনা করছি।’
ই-বার্তা / তামান্না আলী প্রিয়া