কোন অজুহাত দাঁড় করাতে চান না অধিনায়ক
ই-বার্তা ডেস্ক।। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। তবে এমন হারের পরেও কোন অজুহাত দাঁড় করাতে চান না মাশরাফি।
এই হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা শুরুতেই ব্যাটসম্যানদের ব্যর্থতার কথাই বললেন। তিনি বলেন, ‘ব্যাট হাতে আমাদের খুব সংগ্রাম করতে হয়েছে। শুরুতেই অনেকগুলো উইকেট হারিয়ে ফেলার কারণেই মূলতঃ এত কম স্কোর হয়েছে আমাদের।’
কোনো অজুহাত দাঁড় করাতে না চাইলেও মাশরাফি জানিয়ে দেন, নিউজিল্যান্ডের কন্ডিশনে আরও অন্তত এক সপ্তাহের প্রস্তুতি প্রয়োজন ছিল বাংলাদেশ দলের ক্রিকেটারদের। তাহলে তারা এই কন্ডিশনের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে পারত। তিনি বলেন, ‘কোনো অজুহাত দাঁড় করাতে চাই না। এই কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে অন্তত এক সপ্তাহ প্রয়োজন ছিল আমাদের। কিন্তু আমি কোনো অজুহাত দিতে চাই না। আমাদের ব্যাটিং নিয়েই আসলে কাজ করতে হবে বেশি।’
ই-বার্তা/ মাহারুশ হাসান