ক্যাটরিনার প্রেমে আমির!

ই-বার্তা ডেস্ক ।। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন মি. পারফেক্টনিস্ট খ্যাত বলিউড অভিনেতা আমির খান। আর তার সহশিল্পী হিসেবে দেখা যাবে ‘দঙ্গল কন্যা’ খ্যাত অভিনেত্রী ফতিমা সানা শেখ এবং আমির খানের ‘ধুম থ্রি’ মিসেনমার নায়িকা ক্যাটরিনা কাইফ। এছাড়াও আছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।

প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে ‘থাগস অব হিন্দোস্থান’। সম্প্রতি এ ছবির ‘সুরাইয়া জান’ ওরফে ক্যাটরিনার লুক প্রকাশ হয়েছে। যেখানে গর্জিয়াস লেহেঙ্গা, নাকে নথ আর হাতে মেহেদি পরে আদাবের ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন ক্যাট। ‘থাগস অব হিন্দোস্থান’ ছবিতে ক্যাটরিনা কাইফের লুকক্যাটরিনা কাইফের সেই রূপ দেখে আমির খান এতটাই উচ্ছ্বসিত যে নিজের ট্যুইটার হ্যান্ডেলে লিখেছেন, এত সুন্দরী তিনি! তার প্রেমে পড়তেই হবে।

 

‘থাগস অফ হিন্দুস্থান’ সিনেমাটির প্রযোজক আদিত্য চোপড়া। আর ছবিটি পরিচালনা করছেন বিজয় কৃষ্ণ আচার্য।ছবির কলাকুশলীরা প্রত্যাশা করছেন, আঠারো শতকের ঠগসদের জীবন কাহিনী নিয়ে নির্মিত এই ঐতিহাসিক ছবি বেশ চমকে দেবে বলিউডের দর্শকদের।ছবিটি আগামী ৭ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।