ক্রাইস্টচার্চের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫০
ই-বার্তা ডেস্ক।। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৫০–এ দাঁড়িয়েছে। মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন নিউজিল্যান্ড পুলিশ। তারা জানান, মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে এখনো হস্তান্তর করা হয়নি। মৃত্যুর কারণ শনাক্তের পর লাশ হস্তান্তর হবে। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করার কাজ দ্রুত চলছে।
আল নুর মসজিদে স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে হামলা চালানোর ঘটনাটি ফেসবুকে লাইভস্ট্রিম করেন হামলাকারী ব্রেনটন হ্যারিসন টারান্ট। ওই মসজিদে নামাজ আদায়ের জন্য যাচ্ছিলেন নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। তাঁরা অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
ই-বার্তা / আরমান হোসেন পার্থ