ক্লাব ব্রুজের বিপক্ষে ৩-১ গোলের জয় রিয়ালের
ই-বার্তা ডেস্ক।। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো ও লুকা মদ্রিচের গোলে ক্লাব ব্রুজকে ৩-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ক্লাব ব্রুজের একটি গোল পরিশোধ করেন হান্স ভানাকেন।
বুধবার রাতে ‘এ’ গ্রুপের ম্যাচে ক্লাব ব্রুজের মাঠে খেলতে নামে রিয়াল। আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচটি। কিন্তু কোনও দল প্রথমার্ধে গোল করতে পারেনি। যদিও যোগ করা সময়ে রিয়ালের জালে বল পাঠিয়েছিল ব্রুজ। কিন্তু ভিএআর দেখে গোল বাতিল করেন রেফারি।
দ্বিতীয়ার্ধ্বে ব্রুজকে চেপে ধরে রিয়াল। ম্যাচের ৫৩তম মিনিটে রদ্রিগোর গোলে এগিয়ে যায় রিয়াল। দুই মিনিট পরেই হান্স ভানাকেনের গোলে সমতা ফেরে ব্রুজ। ৬৪তম মিনিটে আবার এগিয়ে যায় রিয়াল। রদ্রিগোর কাছ থেকে বল পেয়ে গোল করেন ভিনিসিউস। খুব কাছ থেকে ঠিকানা খুঁজে নেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আর যোগ করা সময়ে কাসেমিরোর সহযোগিতায় ব্যবধান বাড়ান মদ্রিচ।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু