ক্ষমতার জন্য গঠিত হয়নি ১৪ দলীয় জোট : নাসিম

ই-বার্তা ডেস্ক।।  আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং ১৪ দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম মন্তব্য করেছেন যে, জঙ্গি, রাজাকার ও শোষণমুক্ত অসাম্প্রদায়িক দেশ গড়তে ১৪ দলীয় জোট সবসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে ছিল এবং থাকবে।

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ৯৭তম ঐতিহাসিক সলঙ্গা দিবস উপলক্ষে গণআজাদী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিরি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, অনেকে ১৪ দলীয় জোট নিয়ে অনেক কিছু ভাবছেন যে, ১৪ দলীয় জোট থাকবে কি না? আমি বলতে চাই-১৪ দলীয় জোট ছিল, আছে এবং থাকবে। ক্ষমতার জন্য ১৪ দলীয় জোট গঠিত হয়নি, একটি আদর্শিক জোট হিসেবে গঠিত হয়েছে।

নাসিম বলেন, ১৪ দলীয় জোট জাতির পিতার স্বপ্নের দেশ গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। জোটের নেতাদের চাওয়া-পাওয়ার কিছু নেই। তাদের লক্ষ্য ঐক্যবদ্ধ থেকে রাজাকার ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়া।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আরও বলেন, সরকার ও বিরোধী দল উভয়কেই হতে হবে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির। এই লক্ষ্যেই সংসদে বিরোধী দলের ভূমিকায় থাকবে মুক্তিযুদ্ধের সপক্ষের জোট ১৪ দলীয় জোটের নেতারা। সরকার পরিচালনায় কোনও ক্রটি-বিচ্যুতি হলে তা ধরিয়ে দিয়ে সতর্ক করা এবং পরাজিত অশুভশক্তি কোনও চক্রান্ত করলে জনগণকে সঙ্গে নিয়ে তা রুখে দেয়া।

গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের-জাসদ (ইনু) সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টি জেপির মহাসচিব শেখ সহিদুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, ন্যাপ নেতা ইসমাইল হোসেন প্রমুখ।

ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম