খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট-১ আসনে মনোনয়ন প্রত্যাশী আব্দুল মুক্তাদির আটক
ই-বার্তা ডেস্ক ।। খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট-১ আসনে মনোনয়ন প্রত্যাশী খন্দকার আব্দুল মুক্তাদিরকে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ শেষ হওয়ার একঘণ্টার মাথায় আটক করেছে গোয়েন্দা পুলিশ।
সিলেট নগরীর মেন্দিবাগস্থ হোটেল রোজভিউ থেকে বুধবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাংবাদিকদের আরও জানান, পুলিশ নেতাকর্মীদের জনসভা থেকে যাওয়ার পথে আটক করছে ।সবদিক থেকে পুলিশের এই আটকের একেরপর এক ফোন আসছে।
আরো জানা যায়, ঢাকা থেকে জনসভায় আগতদের দেখভাল করতে খন্দকার মুক্তাদির রোজভিউ হোটেলে গিয়েছিলেন।আব্দুল মুক্তাদির এর আগে সিলেট রেজিস্ট্রি মাঠের জনসভায় বক্তব্য দেন ।
ই-বার্তা / ডেস্ক