খালেদা জিয়ার খোঁজ নিতে কারাগারে যাচ্ছেন বিএনপির নেতারা
ই-বার্তা ডেস্ক ।। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এক বছরের কিছু বেশি সময় ধরে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে বন্দী আছে।
গত বুধবার রাত ১০টার কিছু পরে চকবাজারের চুড়িহাট্টা এলাকায় ভয়াবহ আগুন লাগে। নাজিম উদ্দিন রোডের কারাগারের কাছাকাছিই চুড়িহাট্টা এলাকা।
অগ্নিকাণ্ডের স্থানের কাছাকাছি হওয়ায় বিএনপির নেতাকর্মীদের মধ্যেও তৈরি হয় এক ধরনের উদ্বেগ নানা মাধ্যমে তারা খালেদা জিয়া ও তার গৃহকর্মীর অবস্থা জানার চেষ্টা করেন। তবে আনুষ্ঠানিকভাবে কেউ এ ব্যাপারে কোনো তথ্য পাননি।
বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান এ ব্যাপারে বলেন, খালেদা জিয়ার ব্যাপারে খোঁজ খবর নিতে বিএনপির মহাসচিবসহ জ্যেষ্ঠ নেতারা আজ বিকেলে (২২ ফেব্রুয়ারি) কারাগারে যাবেন।
চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় খালেদা জিয়া কোনো ধরনের উদ্বেগ-উৎকণ্ঠায় ছিলেন কি-না জানতে চেয়ে যোগাযোগ করা হলে একজন কারা কর্মকর্তা কোনো মন্তব্য করতে রাজি হননি।
ই-বার্তা / তামান্না আলী প্রিয়া