‘খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে’
ই- বার্তা ডেস্ক।। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ জানিয়েছেন যে, চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে।
মওদুদ আহমদ বলেন, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করে যাব।যতদিন বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা ফিরে না আসবে, যতদিন গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়া মুক্ত না হবেন, ততদিন জাতীয়তাবাদী দল মানুষের সঙ্গে থাকবে এবং আন্দোলন করবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর সংসদ ভবন এলাকায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে জিয়াউর রহমানের ৩৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শহীদ জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
মওদুদ আহমদ বলেন, হাজার চেষ্টা করলেও শহীদ জিয়াকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন শহীদ জিয়াকে এ দেশের মানুষ স্মরণ করবে। তার অনেক কারণ, এর মধ্যে অন্যতম হলো- একদলীয় শাসনের প্রেক্ষাপটে তিনি ক্ষমতায় এসে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই আন্দোলনে এখনও আমরা আছি।
বিএনপির অন্যতম এই জ্যেষ্ঠ নেতা বলেন, আমাদের নেত্রী জেলে আছেন। তবে বিএনপি এখনও সজাগ, এখনও সচেষ্ট। বিএনপির লাখ লাখ নেতাকর্মী জনগণকে সঙ্গে নিয়ে এই লড়াই অব্যাহত রাখবে। শ্রদ্ধা শেষে সমাধি প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মির্জা ফখরুলসহ বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম