‘খালেদা জিয়ার মৌলিক অধিকার হরণ করা হয়েছে’
ই-বার্তা ডেস্ক।। রাজনৈতিক প্রতিহিংসায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৌলিক অধিকার হরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে শ্রমিক দল আয়োজিত মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন।
মঈন খান বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত নয় বলে এ সরকারের কোনো কাজের জবাবদিহিতা নেই।
এ ছাড়া পর্যটনের জন্য ক্যাসিনো খোলার সুযোগ দেয়ার পক্ষে সরকারের দায়িত্বশীলদের মন্তব্যেরও সমালোচনা করেন তিনি।
সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া ক্যাসিনো হওয়ার কথা ছিল না বলে মন্তব্য করেন দলের আরেক স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম খান।
তিনি বলেন, আজকে দায়িত্ব আপনাদের নিতে হবে। আপনারা শেয়ারবাজার লুট করে লাখ লাখ মানুষকে রাস্তার ফকির বানিয়ে দিয়েছেন।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু