খালেদের বিরুদ্ধে চার্জশিট দাখিল
ই-বার্তা ডেস্ক।। ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক ক্যাসিনো খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে গুলশানের অস্ত্র মামলায় অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে।
রোববার র্যাবের গণমাধ্যম শাখার কর্মকর্তা এএসপি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এর মধ্য দিয়ে ক্যাসিনোবিরোধী অভিযানে গ্রেপ্তার কারো বিরুদ্ধে প্রথমবারের মতো আদালতে অভিযোগপত্র দাখিল করা হলো। তিনি বলেন, খালেদ মাহমুদ ভূইয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা
র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৮ সেপ্টেম্বর ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাবে অবৈধভাবে ক্যাসিনো চালানোর অভিযোগে গুলশান থেকে খালেদকে গ্রেফতার করে র্যাব। এসময় তার কাছে তিনটি আগ্নেয়াস্ত্র (একটি অবৈধ), গুলি এবং ইয়াবা জব্দ করা হয়।