খুলনায় মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ১১৮
খুলনা জেলা ও মহানগর পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ১১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার ৯টি ও মহানগরীর ৮টি থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু জানান, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে ৭ জন মাদক ব্যবসায়ীসহ মোট ৭১ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে ১৯ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা ও ৯ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।
এদিকে, জেলা পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার পদে দায়িত্বরত) মো. আনিছুর রহমান জানান, জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযানে মাদক বিক্রেতাসহ মোট ৪৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতে সোর্পদ করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১৫৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং মোট ৪ টি মাদক মামলা দায়ের করা হয়।
ই-বার্তা// আরাফাত ইসলাম শুভ