গাইবান্ধায় শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের ৪ সদস্য আটক
ই- বার্তা ডেস্ক।। গাইবান্ধায় ডিবি পুলিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রে জড়িত থাকায় চারজনকে আটক করেছে।
আজ শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এ সময় আটক করা হয়েছে- তুলসিঘাট এলাকার মাহামুদুল হকের ছেলে ফজলুল হক স্বপন, সদর উপজেলার বিষ্টপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম, বাসুদেপপুর গ্রামের মোজ্জামেল হকের ছেলে ফারুক হোসেন ও আঞ্জুয়ারা বেগম নামে এক নারী।
এই বিষয়ে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আউয়াল ও ময়নুল হক জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি চাকরি প্রত্যাশী পরীক্ষার্থীদের প্রশ্নপত্রসহ উত্তরপত্র অগ্রিম দেয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিল।
এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তরপত্র দেয়ার কথা বলে কয়েকজন পরীক্ষার্থীর কাছ থেকে মোটা অংকের টাকা নেয়ার সময় গাইবান্ধা ও পলাশবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে নারীসহ চারজনকে ডিবি পুলিশ আটক করে। আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম