গাজীপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১ জন নিহত
ই- বার্তা ডেস্ক।। গাজীপুর র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র্যাব জানিয়েছে, নিহত ব্যক্তি মাদক বিক্রেতা ছিলেন।
আজ মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে গাজীপুরের শ্রীপুর পৌরসভার কড়ইতলা এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় একটি বিদেশি পিস্তল, এক হাজার বোতল ফেনসিডেল উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
র্যাব-২ এর কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহিউদ্দীন ফারুকী জানান, একটি প্রাইভেটকারে মাদক পরিবহন করা হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় র্যাব। একটি প্রাইভেটকার র্যাবকে দেখে হঠাৎ দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র্যাব সদস্যরা গাড়িটি ফলো করতে থাকেন। কড়ইতলা এলাকার নির্জন একটি জায়গায় গাড়ি থামিয়ে মাদক বিক্রেতা র্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করেন। র্যাবও পাল্টা জবাব দেয়। এতে ঘটনাস্থলেই ওই মাদক বিক্রেতার মৃত্যু হয়।