গেটাফে মাঠে রিয়ালের হোঁচট
ই-বার্তা।। লা লিগায় আবারও হোঁচট খেল গ্যালাক্টিকোরা। গেটাফের মাঠে বৃহস্পতিবার রাতে গোলশূন্য ড্র করে জিনেদিন জিদানের দল। রিয়ালকে রুখে দিয়ে শীর্ষ চারে থেকে লিগ শেষ করার সম্ভাবনা উজ্জ্বল করেছে গেটাফে।
আগস্টে ঘরের মাঠে এই দলকেই ২-০ গোলে হারিয়ে লিগ শুরু করেছিল রিয়াল।
এই নিয়ে শেষ তিন ম্যাচের দুটিতে ড্র করল প্রতিযোগিতার সফলতম দলটি। গত সপ্তাহে লেগানেসের মাঠে ১-১ ড্রয়ের পর আথলেতিক বিলবাওকে ৩-০ গোলে হারিয়েছিল ইউরোপ চ্যাম্পিয়নরা।
দারুণ ছন্দে থাকা করিম বেনজেমা ম্যাচের দ্বিতীয় মিনিটেই দলকে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন। ইসকোর বাড়ানো বল ডি-বক্সে ধরে গোলরক্ষককে একা পেয়েছিলেন ফরাসি ফরোয়ার্ড; কিন্তু শেষ পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট শটে হতাশ করেন তিনি।
প্রথমার্ধের বাকি সময়ে দুদলের খেলাতেই গতির অভাব ছিল। ছিল না পরিকল্পনার ছাপ। এর মধ্যে ৪০তম মিনিটে গ্যারেথ বেলের কাটব্যাক পেনাল্টি স্পটের কাছে পেয়ে দুর্বল শটে আবারও হতাশ করেন বেনজেমা। মাঝে মধ্যে রিয়ালের রক্ষণে ভীতি ছড়ালেও উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে দানি কারভাহালের দূরপাল্লার শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক। ৭৩তম মিনিটে দুই দফা কেইলর নাভাসের নৈপুণ্যে রক্ষা পায় রিয়াল। মোলিনার নিচু শট ঝাঁপিয়ে ঠেকানোর পর ফিরতি বল পেয়ে হাইমে মাতার নেওয়া শটও দারুণ ক্ষিপ্রতায় রুখে দেন কোস্টা রিকার এই গোলরক্ষক।
৩৪ ম্যাচে ২০ জয় ও পাঁচ ড্রয়ে ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।
মঙ্গলবার আলাভেসকে ২-০ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার খুব কাছে পৌঁছে যাওয়া বার্সেলোনার পয়েন্ট ৮০। ৯ পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে আছে আতলেতিকো মাদ্রিদ।
চতুর্থ স্থানে উঠে আসা গেটাফের পয়েন্ট ৫৫। সমান পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে পাঁচ নম্বরে নেমে গেছে সেভিয়া।