গোপালগঞ্জে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬
ই-বার্তা ডেস্ক।। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সড়কে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন অন্তত আরও ২০ জন।
সোমবার বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাস যাত্রীরা হলেন- নড়াইলের নড়াগাতী উপজেলার ডুমুরিয়া গ্রামের গফ্ফার মোল্লা (৭০), কিবরিয়া মোল্যা (৫০), চাঁনমিয়া (৩২), আসলাম শেখ কালা (৩৫), রাব্বি খান (২২) ও যোগানিয়া গ্রামের লোকমান মিয়া (৬০)।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান বলেন, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ব্যাসপুরগামী একটি যাত্রীবাহী লোকাল বাস কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর মোড় নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের ওপর উল্টে পড়ে।
এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত হন। আহত হন অন্তত ২০ জন। কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপতাল ও কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহতদের মধ্যে ফরিদপুরে নেয়ার পথে রাব্বি খাঁ এবং হাসপাতালে আসলাম শেখ কালার মৃত্যু হয়।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু