ঘাতক জাবালে নূর পরিবহনের রুট পারমিট বাতিল
ই-বার্তা।। বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের জেরে মিরপুর রুটে চলাচলকারী জাবালে নূর পরিবহনের বাসের রুট পারমিট বাতিল করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।
বুধবার বেলা ১১টার দিকে জাবালে নূর পরিবহনের বাসের রুট পারমিট বাতিলের ঘোষণা দেওয়া হয়।দুই বাসের প্রতিযোগিতায় রবিবার কুর্মিটোলায় বাস চাপায় শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়।
এ ঘটনায় আহত হয় আরো বেশ কয়েকজন শিক্ষার্থী। পরে দুই বাসের চালক ও হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ। শিক্ষার্থীদের দাবি ঘাতক চালকের মৃত্যুদণ্ড ও নিরাপদ সড়ক।