ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে ৮ জনের মৃত্যু
ই-বার্তা ডেস্ক।। শনিবার গভীর রাতে চট্টগ্রামের চাক্তাই এলাকায় একটি বস্তিতে আগুন লেগে মারা গেছে ৮ জন। ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন বাদে বাকি সবার পরিচয় পাওয়া গেছে।
নিহতরা হলেন- রহিমা (৬০), বাবু (৮), নাজমা (১৬), নার্গিস (১৮), হাসিনা (৩৫), আয়েশা (৩৭), সোহাগ (৮) ও অজ্ঞাতপরিচয় একজন।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলয়াস হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, চাক্তাই এলাকার ভেড়া মার্কেট সংলগ্ন বস্তির প্রায় ২০০ ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস কর্মীরা তিন পরিবারের আটজনের লাশ উদ্ধার করেছেন। জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহতদের প্রাথমিকভাবে দাফনের জন্য ২০ হাজার টাকা করে সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে কেন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটা খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসক।
ঘটনা প্রসঙ্গে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চন্দনপুরা, লামারবাজার, নন্দনকানন ও আগ্রাবাদ স্টেশনের ১০টি গাড়ি ভোর সোয়া ৪টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস কর্মীরা আটটি লাশ উদ্ধার করে।
ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু