চট্টগ্রামে অনুমোদনহীন গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা
ই- বার্তা ডেস্ক।। চট্টগ্রাম নগরে লাইসেন্স ছাড়াই অনুমোদনহীন এলপি গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও বিক্রির দায়ে চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান এ অভিযান পরিচালনা করেন।
এই বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান জানান, নগরীর ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়। এসব প্রতিষ্ঠান লাইসেন্স ছাড়াই অনুমোদনহীন এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করছিল।
অনেকে আবার অনুমোদনের চেয়ে বেশি গ্যাস সিলিন্ডার বিক্রি করছিল। এ কারণে ফাহাদ এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, মালেক শাহ স্টোরকে ২ হাজার, খাজা ট্রেডার্সকে ৫ হাজার এবং রুপালি ট্রেডিংকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম