চট্টগ্রামে ভোট কেন্দ্র দখলে নিতে গোলাগুলি
ই-বার্তা ডেস্ক।। তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শুরুর পর দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে একটি ভোটকেন্দ্রে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তার নাম ফরহাদ হোসেন।
আজ (রবিবার) সকাল সাড়ে সাড়ে নয়টার দিকে চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গোলাগুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবল ফরহাদ হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চন্দনাইশ থানার ওসি কেশব চক্রবর্তী জানান, পূর্ব চন্দনাইশ এলাকার ওই কেন্দ্র দখলে নিতে দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ওই পুলিশ কনস্টেবল আহত হন।
দক্ষিণ চট্টগ্রামের চার উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। উপজেলাগুলো হচ্ছে- বোয়ালখালী, পটিয়া, চন্দনাইশ ও বাঁশখালী। এসব উপজেলায় নয় লাখ ৩২ হাজার ৬৬৫ জন ভোটার ভোট দেবেন।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু