চট্টগ্রামে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক আটক

ই- বার্তা ডেস্ক।।   চট্টগ্রামে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেয়ার অপরাধে একজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার সকালে নগরের চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যাক্তির নাম ফরিদুল ইসলাম (২৮)।  ফরিদুল কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ইব্রাহিম কুতুবীর ছেলে।

এই বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়সার খসরু জানান, আটক যুবক ওই কেন্দ্রে তরিকুল ইসলাম নামে এক পরীক্ষার্থীর হয়ে প্রক্সি দিতে এসেছিল। আটক যুবকের সঙ্গে জাতীয় পরিচয়পত্র ছিল না। নিজের নাম বলেছে ফরিদুল ইসলাম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদ প্রক্সি দেয়ার বিষয়টি স্বীকার করে জানায়, মো. মামুন ও আবুল কালাম নামে দুজনের মাধ্যমে সে পরীক্ষায় প্রক্সি দিতে আসে। তার প্রবেশপত্র ও অন্যান্য কাগজপত্র দেখে বোঝার সুযোগ ছিল না যে, এগুলো নকল।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম