চতুর্থ সন্তানের নাম জানালেন শাহরুখ খান
বর্তমানে টেড টকস ইন্ডিয়া, নয়ি সোচ অনুষ্ঠানের সঞ্চালনায় ব্যাস্থ সময় পার করছেন বলিউড কিং শাহরুখ খান। এর একটি এপিসোডের শ্যুটিংয়ে ‘আকাঙ্ক্ষা’ নামটা উচ্চারণ করতে গিয়ে বার বার ঝামেলায় পরছিলেন কিং খান।
কিছুতেই উচ্চারন হতে চাচ্ছিলো না শব্দটি। তার জন্য শর্টটি অনেকবার রিটেক করতে হয়।
এ ঘটনা নিয়ে কিং খান শাহরুখ বলেন,
এই নামটা নিয়ে খুব সমস্যা হচ্ছে। বিড়ম্বনায় পড়ছি। এমনটা আমার কখনও হয় না। মনে হয়, শীঘ্রই চতুর্থ সন্তান আসছে আমার, আর ওর নাম রাখতে চলেছি ‘আকাঙ্ক্ষা’।