চলন্ত বাস থেকে পরে হেলপার নিহত
ই-বার্তা ডেস্ক। সোমবার (২৫ মার্চ) সকাল ৯ টার দিকে চট্টগ্রাম নগরীতে চলন্ত বাস থেকে পড়ে মো. সাকিব (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।নিহত যুবক দুর্ঘটনা কবলিত বাসের হেলপার ছিলেন বলে জানা গেছে।
সাকিবের বাবা আলাউদ্দীন তালুকদার বলেন, আগ্রাবাদের দিকে যাওয়ার পথে অসতর্কতাবসত চলন্ত বাস থেকে পড়ে গুরুতর আহত হয় সাকিব।তাকে উদ্ধার করে চট্রগ্রাম মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।নিহত সাকিবের বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায়।
ই-বার্তা/ মাহারুশ হাসান