চাঁদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ই-বার্তা ডেস্ক।। চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম নজরুল ইসলাম (৬০)।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সিমেন্ট বোঝাই ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী হাজীগঞ্জ উপজেলার ধড্ডা মিয়াজী বাড়ির আব্দুর রব মিয়াজির ছেলে। তিনি একটি গ্যাস কোম্পানিতে চাকরি করতেন। তার স্ত্রী ও তিন ছেলে সন্তান রয়েছে।
তার স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজার থেকে ফেরার পথে এই সড়ক দুর্ঘটনার শিকার হন। তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা ঘাতক ট্রাকটি জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করেন। তবে চালককে আটক করতে পারেনি তারা।
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন,এলাকাবাসী ঘাতক ট্রাকটিকে আটক করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রাকটির চালককে আটকের চেষ্টা চলছে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু