চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ই-বার্তা ডেস্ক।। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তে বিশু (২৫) নামের এক বাংলাদেশি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার মাসুদপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত বিশু উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর মুন্সিপাড়ার তৈমুর হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, রাত সাড়ে ৩টার দিকে জেলার মাসুদপুর সীমান্ত দিয়ে বিশুসহ কয়েকজনের ভারতের অভ্যন্তরে গরু আনতে যান।
এ সময় সভাপুরের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের লক্ষ্য করে গুলি চালালে বিশু গুলিবিদ্ধ হন। সহযোগীরা তাকে উদ্ধার করে বাংলাদেশি ভূখণ্ডের আন্তর্জাতিক পিলার ১৬৮ এর সাব ৪-৫ পিলারসংলগ্ন এলাকায় নিয়ে যাওয়ার পরই তার মৃত্যু হয়। এরপর সহযোগীরা তার মৃতদেহ ফেলে পালিয়ে যান।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার জানান, ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়েছি। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু