চা তৈরি হচ্ছে টয়লেটের পানি দিয়েই!

ট্রেনের টয়লেটের পানি দিয়ে তৈরি করা হচ্ছে চা। ওই চা পরিবেশন করা হচ্ছে যাত্রীদের। সামাজিকমাধ্যমে এমন এক ভিডিওচিত্র ছড়িয়ে পড়ায় তোলপাড় চলছে ভারতে।

 

ভারতের হায়দরাবাদে সেকেন্দারাবাদ রেলস্টেশনে এ কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। ভিডিওতে দেখা যায়, চেন্নাই সেন্ট্রাল-হায়দরাবাদ চারমিনার এক্সপ্রেসে টয়লেটের পানি দিয়ে চা তৈরি করা হচ্ছে।

 

তবে রেল কর্তৃপক্ষের দাবি, ভাইরাল হওয়া ভিডিওটি গত বছর ডিসেম্বরের। ঘটনা জানাজানি হওয়ার পর সেকেন্দারাবাদ ও কাজিপেটে কর্মরত ভেন্ডিং কন্ট্রাক্টর পি শিবপ্রসাদকে ১ লাখ রুপি জরিমানা করা হয়েছে।