চিরিরবন্দরে নছিমন উল্টে গরু ব্যবসায়ী নিহত
ই-বার্তা ডেস্ক ।। দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দরে শ্যালো মেশিনচালিত নছিমন উল্টে তফিকুল ইসলাম (৩৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
আজ সোমবার দুপুর ১টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার ইছামতি কলেজ মোড়ে ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় নিহত হয়েছেন তফিকুল ইসলাম। ত পার্বতীপুর উপজেলার যশাই হাট এলাকার দুর্গাপুর গ্রামের মমতাজ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গরু ব্যবসায়ী তফিকুল ইসলাম শ্যালোমেশিন চালিত নছিমন যোগে আমবাড়ি থেকে রাণীরবন্দর হাটে আসছিলেন। এ সময় চিরিরবন্দর উপজেলার ইছামতি কলেজ মোড় ব্রিজের সামনের মহাসড়কে এসে পৌঁছালে শ্যালো মেশিনচালিত নছিমনের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে নছিমনটি উল্টে যাত্রী তফিকুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।
দশমাইল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি.এম শামসুর নুর জানান, নিহত গরু ব্যবসায়ীর কাছে এক লাখ ৪৮ হাজার ২১০ টাকা পাওয়া গেছে। টাকাগুলো তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম