চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি ১৫ জানুয়ারিঃ ট্রাম্প
ই-বার্তা ডেস্ক।। আগামী ১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বাণিজ্য চুক্তি হবে বলে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল মঙ্গলবার টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প জানান, হোয়াইট হাউজে বেইজিংয়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রথম পর্যায়ের বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করবেন তিনি। এরপর তিনি চীন সফরে গিয়ে পরবর্তী ধাপের চুক্তির জন্য আলোচনা শুরু করবেন।
চুক্তির বিষয়ে তিনি বিস্তারিত কিছু না জানালেও ধারণা করা হচ্ছে, এর মাধ্যমে চীন যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন কৃষি পণ্য ও জ্বালানি ক্রয় করবে। চীন চুক্তির বিষয়ে এখনও কিছু জানায়নি।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু