চুরি হয়ে গেল আয়রনম্যানের বিখ্যাত পোশাক!
ই-বার্তা ।। হলিউডের আয়রনম্যান চলচ্চিত্রটি বিশ্বের সকল সিনেমাপ্রেমীদের কাজে খুব জনপ্রিয় ও পছন্দের একটি সিনেমা। আর এই সিনেমার সবচেয়ে বেশি যে জিনিসটি সবার পছন্দের তা হলো- আয়রনম্যানের পোশাক। কিন্তু সিনেমাপ্রেমীদের জন্য অতি দুঃখের সংবাদ হচ্ছে- আয়রনম্যান চলচ্চিত্রের বিখ্যাত পোশাকটি চুরি হয়ে গেছে।
সবার জেনে রাখা ভালো যে, আয়রনম্যানের বিখ্যাত পোশাকটি কোনো ডুপ্লিকেট নয়, এটি একেবারেই আসল পোশাক। আর এখন পোশাকটির খোঁজে সন্ধান চালাচ্ছে লস অ্যাঞ্জেলসের পুলিশ।
আয়রনম্যান চলচ্চিত্রের জন্য বিখ্যাত পোশাকটি প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা খচর করে বানানো হয়। ইতোমধ্যে লস অ্যাঞ্জেলসের পুলিশ পোশাকটির খোঁজে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। লস অ্যাঞ্জেলসের সিনেমার সরঞ্জাম রাখার একটি স্থান থেকে চুরি হয়ে যায় পোশাকটি।
২০০৮ সালে আয়রনম্যান সিনেমায় অভিনয়ের সময় রবার্ট ডাউনি জুনিয়র এই বিখ্যাত পোশাকটি পরেছিলেন।
এদিকে লস অ্যাঞ্জেলস পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার আয়রনম্যান পোশাকটি চুরির অভিযোগ লিপিবদ্ধ করা হয়েছে।