চোঁটের সঙ্গে কোনভাবেই আপোস করতে নারাজ রণবীর
ই-বার্তা।। কাঁধে চোঁট পেয়ে বেশ অস্বস্তিতে বলিউড অভিনেতা রণবীর সিং৷ চোঁটের জন্য সংশয়ে রণবীরের আপকাপিং বহু প্রজেক্ট৷ কিন্তু চোঁটের সঙ্গে কোনভাবেই আপোস করতে নারাজ তিনি৷
সম্প্রতি একটি ফুটবল ম্যাচ খেলতে গিয়ে খুব বাজে ভাবে কাঁধে চোঁট পান এই অভিনেতা৷ চিকিৎসক তাঁকে বেশ কিছুদিন বিশ্রাম নিতে বলেছেন৷
এদিকে এই চোঁটের জেরে জোয়া আখতারের পরিচালিত ছবি ‘গুল্লি বয়’-এর শ্যুটিংয়ে ব্যাঘাত ঘটাতে চান না অভিনেতা৷ ফলে রণবীর শ্যুটিং করবেন বলে জানিয়েছেন তাঁর মুখপাত্র৷
যদিও ছবিতে সেরকম স্ট্যান্ট নেই বলেই শ্যুট চালু রাখতে চান অভিনেতা৷
কিন্তু ৭ তারিখ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে দেখা যাবে কিনা তা নিয়ে রয়েছে বিস্তর সংশয়৷ অভিনেতা চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনভাবেই আইপিএলে পারফর্ম করতে চান না৷
আপাতত চোঁটে জর্জরিত ‘গুল্লি বয়’-এর নায়ক নায়িকা দুজনেই৷
রণবীর ছাড়াও বেশ কিছুদিন আগে আলিয়া ভাটও চোঁট পান কাঁধে৷ তার আপকাপিং ছবি ‘ব্রক্ষ্মাস্ত্র’-এর শ্যুটিং সেটে চোঁট পান তিনি৷ যার জেরে আপাতত বিশ্রামে আলিয়া৷ ফলে আপাতত কিছুটা চাপে পরিচালক জোয়া আখতার৷