‘ছপাক’ সিনেমায় পারিশ্রমিক না পেলেও কষ্ট থাকতো নাঃ দিপিকা
ই-বার্তা ডেস্ক।। আগামীবছরের শুরুতেই মুক্তি পাচ্ছে দীপিকা পাডুকোনের সিনেমা ‘ছপাক’। এই সিনেমায় তার লুক নিয়ে বেশ আলোচনায় এসেছেন তিনি।
মেকআপের ছোঁয়ায় চেহারা পুরো পাল্টে গিয়েছিল দীপিকার। ঠিক যেন লক্ষ্মী আগরওয়াল হয়ে উঠেছেন। লক্ষ্মী আগরওয়াল নিজেই স্বীকার করেছেন সে কথা।
মার্চে যখন দীপিকার ফার্স্ট লুক প্রকাশ করেন তখন সকলেই অবাক হয়ে গিয়েছিলেন। দীপিকা নিজেও জানিয়েছিলেন ক্যারিয়ারের সেরা সিনেমাগুলোর একটি ‘ছপাক’। ছবির ট্রেলার মুক্তি পেতে যাচ্ছে আগামীকাল বিশ্ব মানবধিকার দিবসের দিনে।
বিশ্ব মানবাধিকার দিবসে ‘ছপাক’-এর ট্রেলার রিলিজ করা যদিও ঘটনাচক্র তবুও এমন কাণ্ড ঘটায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন ছবির পরিচালক মেঘনা গুলজার।
সিনেমা নিয়ে দীপিকা বলেন, ‘বেশিরভাগ সিনেমা করার আগে সেই সিনেমাটি কেমন ব্যবসা করবে সেটির একটি ধারণা থাকে বা করে নিই। কিন্তু আবার এমন সিনেমা থাকে যেটিতে কাজ করতে পারাটাই সবচেয়ে বড় বিষয়। পারিশ্রমিক কত পেলাম সেটা বিষয় না। ছপাক সিনেমাটিও তেমনই। সিনেমাটির পারিশ্রমিক না দিলেও কষ্ট থাকতো না।’
ই-বার্তা/সালাউদ্দিন সাজু