ছিনতাইকারীর থাবায় মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু
ই-বার্তা ।। অসুস্থ এক ছেলেকে চিকিৎসা করাতে শরীয়তপুর থেকে রাজধানীতে পৌঁছে ছিনতাইকারীর কবলে পড়েন এক মা।
এ সময় ওই মায়ের কোল থেকে পড়ে মারা যায় তার ৯ মাস বয়সী ছেলে।
সোমবার ভোরে রাজধানীর দয়াগঞ্জ ঢালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া।
তিনি জানান, শিশুটির মা ও বাবা ভোরে লঞ্চযোগে শরীয়তপুর থেকে ঢাকায় আসেন। শাহ আলম ও আকলিমা বেগম দম্পতির আরেক সন্তান আল-আমিন অসুস্থ। তাকে চিকিৎসা করাতেই তারা ঢাকা আসেন।
এসআই বাচ্চু মিয়া জানান, ভোরের দিকে সদরঘাটে নেমে শাহ আলম তার অসুস্থ ছেলেকে নিয়ে রিকশায় করে শিশু হাসপাতালের দিকে রওনা হন। আরেকটি রিকশায় স্ত্রী ও শিশুসন্তানকে তুলে দেন। তাদের যাওয়ার কথা আকলিমার বোনের বাসা শনিরআখড়ায়।
রিকশাটি দয়াগঞ্জ ঢালে পৌঁছার পর পর ছিনতাইকারীরা আকলিমার ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয়। এ সময় তার কোল থেকে পড়ে শিশু আরাফাত মাটিতে পড়ে যায়।
পরে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান এসআই।