জঙ্গি হামলার আশঙ্কায় দিল্লিতে হাইঅ্যালার্ট জারি
ই-বার্তা ডেস্ক।। ভারতের রাজধানী দিল্লিতে কাশ্মীর ইস্যুতে জঙ্গি হামলার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। এই আশাঙ্কার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে, মাত্র একদিন পর ৩১ অক্টোবর থেকে কেন্দ্রশাসিত অঞ্চলের সীকৃতি পাচ্ছে জম্মু-কাশ্মীর ও লাদাখ।
জম্মু-কাশ্মীর ও লাদাখ যাতে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হতে না পারে, সেই উদ্দেশ্যেই জঙ্গিরা হামলা চালাতে পারে বলে গোয়েন্দা তথ্য রয়েছে।
এমন আশঙ্কার পরিপ্রেক্ষিতেই ভারতের কেন্দ্রীয় গোয়েন্দারা আগামী ৭২ ঘণ্টার জন্য রাজধানী দিল্লিতে হাইঅ্যালার্ট জারি করেছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় চূড়ান্ত সতর্ক থাকতে বলা হয়েছে সব নিরাপত্তা সংস্থাকে।
আর মাত্র একদিন পরই কেন্দ্রশাসিত অঞ্চল হতে যাচ্ছে জম্মু-কাশ্মীর ও লাদাখ। ওই ইস্যুতেই কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে খবর আছে, সরকারি এ প্রক্রিয়া ভেস্তে দিতে ছক কষছে একাধিক জঙ্গি সংগঠন।
৩১ অক্টোবর বড়সড় হামলা চালাতে পারে জঙ্গিরা। জঙ্গিদের হিট লিস্টে রয়েছে রাজধানী দিল্লির বিভিন্ন সরকারি দফতর ও গুরুত্বপূর্ণ কেন্দ্র।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু