জরুরি বৈঠক ডেকেছে ঐক্যফ্রন্ট
ই-বার্তা ডেস্ক।। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে সিদ্ধান্ত নিতে স্টিয়ারিং কমিটির জরুরি বৈঠক ডেকেছে জাতীয় ঐক্যফ্রন্ট।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলবেন জোটের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। এর আগে, গতকাল বিকালে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের পঞ্চম কাউন্সিলের প্রস্তুতি সভা শেষে এক সংবাদ সম্মেলন করেন ড. কামাল। সেখানে জাতীয় ঐক্যফ্রন্টকে বিতর্কিত করার চেষ্টা চলছে উল্লেখ করে গণফোরাম সভাপতি বলেন, আমাদের ঐক্য একশ ভাগ অটুট আছে, থাকবে।
গণফোরামের প্রস্তুতি সভায় গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোকাব্বির খান, ড. রেজা কিবরিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু