জাকির নায়েককে কোনো দেশই গ্রহণ করতে চায় নাঃ মাহাথির
ই-বার্তা ডেস্ক।। মঙ্গলবার মালয়েশীয় রেডিও স্টেশন বিএফএম-এর ব্রেফফার্স্ট গ্রিল শো-তে দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেন, কোন দেশই জাকির নায়েককে গ্রহণ করতে চায় না।
এছাড়া জাকির নায়েককে ভারতের জন্য ‘ক্ষতিকারক’ বলে উল্লেখ করেন তিনি।
জাকির নায়েক ক্ষতিকারক হলে মালয়েশিয়ায় থাকতে দেয়া হচ্ছে কেন, এমন প্রশ্নের জবাবে মাহাথির বলেন, জাকির নায়েককে স্থানান্তর করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু কেউ তাঁকে নিতে চায় না।
সাক্ষাৎকারে মাহাথির মোহাম্মদ আরও বলেন, ‘জাকির নায়েক মালয়েশিয়ার নাগরিক নয়। পূর্ববর্তী সরকার তাকে স্থায়ী বসবাসের অনুমতি দিয়েছে। স্থায়ী আবাসিকতা পাওয়া কোনও ব্যক্তি এই দেশের ব্যবস্থা ও রাজনীতি নিয়ে মন্তব্য করতে পারেন না। তিনি (জাকির) বিধি লঙ্ঘন করেছেন। তাকে এখন আর প্রকাশ্যে কথা বলতে দেওয়া হবে না।’
এছাড়া তিনি বলেন, মোদি জাকির নায়েককে তার দেশে ফিরিয়ে নেয়ার অনুরোধ জানাননি।
গত ৩ আগস্ট মালয়েশিয়ার সংখ্যালঘুদের নিয়ে বিতর্কিত এক মন্তব্যের জেরে জাকিরের ওপর দেশটি নানা নিষেধাজ্ঞা জারি করে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু