জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামীম কবির মারা গেছেন
ই-বার্তা।। চলে গেলেন জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামীম কবির। সোমবার (২৯ জুলাই) সকালে বার্ধক্যজনিত কারনে রাজধানীর ইডেন ক্লিনিকে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
১৯৭৭ সালের জানুয়ারিতে এমসিসির বিপক্ষে তিন দিনের যে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয়েছিল বাংলাদেশের, সেই দলের অধিনায়ক ছিলেন শামিম।
১৯৪৫ সালে নরসংদীতে জন্ম তার। ক্রিকেট মহলে শামীম কবির নামে পরিচিতি পেলেও তার আসল নাম আনোয়ারুল কবির।
পূর্বপাকিস্তানের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ১৯৯৬ সালে। খেলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও আজাদ বয়েজ ক্লাবে।
১৯৭৭ সালে ইংল্যান্ডের এমসিসি দল তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে বাংলাদেশে এলো। সে সময়কার ঢাকা স্টেডিয়ামে (এখন বঙ্গবন্ধু স্টেডিয়াম) সেই ম্যাচটিই ছিল বিদেশি কোনো দলের বিপক্ষে বাংলাদেশ দলের প্রথম ম্যাচ।
সেই ম্যাচে দলের অধিনায়কত্ব করেছেন শামীম কবির; তাতেই ইতিহাসের পাতায় বাংলাদেশ জাতীয় দলের প্রথম অধিনায়ক হিসবে নাম লেখান তিনি।
১৯৮২ ও ১৯৮৬ আইসিসি ট্রফিতে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন শামিম কবির।