জাতীয় দলের জার্সি গায়ে আবার পয়সা নেব কেনঃ এমবাপ্পে

ই-বার্তা ডেস্ক ।। কিলিয়ান এমবাপ্পে বিশ্বকাপে নিজের সব ম্যাচ ফি দান করে দেবেন।তিনি আর্জেন্টিনা সাথে ম্যাচের আগে এই ঘোষণা দেন।এমবাপ্পে দেশের হয়ে খেলার জন্য কোন পারিশ্রমিক নিতে অনিচ্ছুক।

 

তার কথায়, ক্লাব ফুটবল খেলে আমরা যথেষ্ট আয় করি। জাতীয় দলের জার্সি গায়ে আবার পয়সা নেব কেন। কোনো দরকার নেই।ফরাসি দৈনিক এল একুইপে এ খবর দিয়েছে। তাদের খবর উদ্ধৃত করে লন্ডনের ট্যাবলয়েড দ্য সান জানায়, প্রিমিয়ার্স ডি করদিস নামের একটি দাতব্য সংস্থার অন্যতম পৃষ্ঠপোষক এমবাপ্পে। বিশ্বকাপে খেলে ১৯ বছর বয়সী এ তরুণ যত ম্যাচ ফি পাবেন, তার সব তিনি দান করে দেবেন।

 

সব মিলিয়ে যা হতে পারে ১৭ হাজার পাউন্ড। এবারের বিশ্বকাপে ফ্রান্সের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোল করে ইতিহাস গড়েছেন পিএসজির এই ফরোয়ার্ড।গত গ্রীষ্মে মোনাকো থেকে পিএসজিতে যোগ দেন এমবাপ্পে। এ মুহূর্তে সবচেয়ে দামি টিনএজার খেলোয়াড় তিনি। কবে ১৬৬ মিলিয়ন পাউন্ড দামি ফুটবালের কাছে অর্থই সবকিছু নয়। তাই ফ্রান্সের হয়ে বিশ্বকাপে যত ম্যাচ খেলবেন তিনি, তা থেকে পাওয়া ফি’র পুরোটাই দাতব্য প্রতিষ্ঠানে দান করে দেবেন।

 

 

 

ই-বার্তা/ডেস্ক