জাতীয় নির্বাচনের মতো ডাকসু নির্বাচন চাই না
ই-বার্তা ডেস্ক।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির পথে সরকার হস্তক্ষেপ করবে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ডাকসু নির্বাচন যাতে জাতীয় নির্বাচনের মতো না হয়, বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনের মতো না হয় সেদিকে নজর রাখতে হবে।
সোমবার দুপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, এখনও সহাবস্থান নেই। তবে সরকারি দলের পক্ষ থেকে বলা হচ্ছে, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির পথে তারা বাধা হবে না। আমরা চাইব যে, আমাদের ছাত্রসমাজের সংগঠনগুলো যাতে সক্রিয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পায়। ছাত্রছাত্রীরা যাতে সুষ্ঠভাবে ভোট প্রয়োগ করতে পারে।
তিনি বলেন, সারা দেশে বিএনপিকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেয়া হচ্ছে না, আমাদের নেতাকর্মীরা তাদের ঘরবাড়িতে থাকতে পারছে না। দেশের ছাত্রসমাজ দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে যেতে পারে না। বিরোধী দলের নেতাকর্মীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে, খুন ও গুম করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ আওয়ামী লীগ সরকারের নিয়োজিত উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, আমরা আশা করব, যে ছাত্রসমাজ আমাদের যুগে যুগে পথ দেখিয়েছে, সেই ছাত্রসমাজ তাদের প্রতিষ্ঠানের নির্বাচন সুষ্ঠু করার জন্য সর্বশক্তিতে ঝাঁপিয়ে পড়বে। আমরা আশা করছি, যারা গণতন্ত্র চায় আর যারা গণতন্ত্র চায় না, যারা গণতন্ত্র জবাই করে আর যারা গণতন্ত্র পুনরুদ্ধার করে- এ লড়াইটা হবে মূলত তাদের মধ্যে। এ সময় উপস্থিত ছিলেন- দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা একেএম আজিজুল হক, আবদুল কুদ্দুস, সিরাজউদ্দিন আহমেদ প্রমুখ।
ডাকসু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে মেজর (অব.) হাফিজ বলেছেন, ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান নিশ্চিত না করে তফসিল ঘোষণায় ডাকসু নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যায়। তিনি বলেন, ডাকসু নির্বাচনটি জাতীয় সংসদের ভোট ডাকাতির মতো আরেকটি নির্বাচন হবে বলেই বোঝা যাচ্ছে। সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু