জাপানের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন জামিলুর রেজা
ই-বার্তা ডেস্ক।। জাপানের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড রেইস উইথ নেক রিবন’ পেয়েছেন জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী। ৬ মার্চ বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমি তাকে সম্মাননা তুলে দেন।
জামিলুর রেজা যমুনা বহুমুখী সেতু প্রকল্প, চট্টগ্রাম বিমানবন্দর উন্নয়ন প্রকল্প, ঢাকা মাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টসহ বিভিন্ন জাপানি প্রকল্প সহযোগিতা করেছেন। জাপানের ‘সরকারি উন্নয়ন সহযোগিতা’ সুষ্ঠুভাবে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে অসামান্য অবদানের জন্য এই তাকে সম্মাননা দেয়া হয়েছে।
জামিলুর রেজাকে এ সম্মাননা দেয়ার জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান তিনি। পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও এমেরিটার অধ্যাপক ডা. শামীমুজ্জামান বসুনিয়া উপস্থিত ছিলেন।
ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু