জেসুসের জোড়া গোলে জয় পেয়েছে ম্যানসিটি
ই-বার্তা ডেস্ক।। গ্যাব্রিয়েল জেসুসের জোড়া গোলে জয় দিয়ে বছর শুরু করলো ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে ঘরের মাঠে এভারটনের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে সিটিজেনরা।
ম্যাচের শুরু থেকেই এভারটনের উপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ম্যান সিটি। তবে প্রথমার্ধে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কোনো দলই। ১২ মিনিটের মাথায় এভারটনের জালে একবার বল জড়ালেও বাতিল হয়ে যায় অফসাইডের ফাঁদে পড়ে।
দ্বিতীয়ার্ধে অবশ্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। খেলার ৫১ মিনিটের মাথায় ম্যান সিটিকে এগিয়ে দেন গ্যাব্রিয়েল জেসুস। ৫৮ মিনিটে এই ব্রাজিলিয়ান নিজের দ্বিতীয় গোলের দেখা পেলে ম্যান সিটি এগিয়ে যায় ২-০ ব্যবধানে। ৭১ মিনিটে এভারটনের পক্ষে রিচার্লিসন একটা গোল করলেও খেলায় ফিরতে পারেননি অতিথিরা।
এই জয়ের ফলে ২১ ম্যাচ থেকে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে ম্যান সিটি। ২ ম্যাচ কম খেলা লিভারপুল ৫৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু