জোর করে প্যারোল দেয়া যায় না, চাইতে হয় : আইনমন্ত্রী
ই-বার্তা ডেস্ক।। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্যারোলে মুক্তির জন্য আবেদন করতে হয়, না চাইলে সরকার জোর করে কাউকে প্যারোল দিতে পারে না।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আইনমন্ত্রী আরো বলেন, কারাবন্দি অবস্থায় কেউ যদি অসুস্থ থাকেন অথবা জরুরি প্রয়োজন হয়, তবে প্যারোলে আবেদন করতে হবে এর পর সরকার সেটি বিবেচনা করবে।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিএনপি চেয়ারপারসন এর প্যারোলে মুক্তির বিষয়ে বলেছেন, যৌক্তিক কারণ দেখিয়ে আবেদন করা হলে খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দেয়ার বিষয়ে সরকার বিবেচনা করবে। তবে বিএনপি মহাসচিব সহ দলটির অন্যান্য নেতারা বলে আসছেন- জামিনে মুক্তি পাওয়া খালেদা জিয়ার অধিকার, প্যারোলে নয় ।
ই-বার্তা / আরমান হোসেন পার্থ