জোড়া সেঞ্চুরির ম্যাচে পাকিস্তানের নাটকীয় হার
ই-বার্তা ডেস্ক।। আবিদ আলী ও মোহাম্মদ রেজওয়ানের জোড়া সেঞ্চুরির পরও পরাজয় এড়াতে পারেনি পাকিস্তান। শ্বাসরুদ্ধকর ম্যাচে মাত্র ৬ রানে হেরে যায় পাকিস্তান।
পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ খেলায় প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৭৭ রান তোলে অস্ট্রেলিয়া। টার্গেট তাড়া করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান আবিদ আলী ও মোহাম্মদ রেজওয়ান। কিন্তু শেষ দিকে দ্রুত উইকেট পতন এবং রান রেট বেড়ে যাওয়ায় পরাজয় এড়াতে পারেনি পাকিস্তান। সিরিজের প্রথম তিন ম্যাচে হেরে আগেই সিরিজ হাতছাড়া করে পাকিস্তান।
এদিন অভিষেক ম্যাচেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নিজের নাম লেখান আবিদ আলী। তার অভিষেক সেঞ্চুরির পরও দল পরাজয় এড়াতে পারেনি। শুক্রবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।
প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৭৭ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৯৮ রান করেন গ্ল্যান ম্যাক্সওয়েল। ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি সুযোগ পেয়েও তা হাতছাড়া করেন ম্যাক্সওয়েল
পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন ইমাদ ওয়াসিম, ইয়াসির শাহ ও মোহাম্মদ হাসনাইন।
ই-বার্তা / আরমান হোসেন পার্থ