জয় বাংলা-জয় বঙ্গবন্ধু স্লোগানের সাথে এবার “জয় শেখ হাসিনা” বলবে ছাত্রলীগ
ই- বার্তা ডেস্ক।। এখন থেকে বাংলাদেশ ছাত্রলীগের সকল ধরণের মিছিল মিটিংয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের সাথে সাথে ‘জয় শেখ হাসিনা’ স্লোগান দেয়ার জন্য আনুষ্ঠানিকভাবে নির্দেশ নিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
গত শুক্রবার দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞানের এমফিলে অধ্যয়নরত গোলাম রাব্বানী জহুরুল হক হলে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ প্রোগ্রামে এই আনুষ্ঠানিক ঘোষণা দেন। এই সময় তার সেখানে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর এই ঘোষণার সাথে সাথেই ভিন্ন আমেজে শুরু হয় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা’ স্লোগান। আগে ছাত্রলীগ তাদের মিছিল মিটিংয়ে শুধু ‘শেখ হাসিনা, শেখ হাসিনা’ বলে স্লোগান দিত কিন্তু এখন থেকে ‘জয় শেখ হাসিনা’ বলার নির্দেশনা পেলো ছাত্রলীগ নেতা-কর্মীরা।
সাধারণ শিক্ষার্থীদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য এই ছাত্রনেতা এ প্রসঙ্গে বলেন, “আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা তাঁর মেধা, শ্রম প্রজ্ঞা আর ইতিবাচক কর্মযজ্ঞের মাধ্যমে দেশে গন্ডী পেরিয়ে আজ বিশ্বনেত্রী। স্বীয় নেতৃত্বগুণে বিশ্ব দরবারে বাংলাদেশকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। বাংলাদেশ ছাত্রলীগ তাই কৃতজ্ঞচিত্তে ‘জয় বঙ্গবন্ধু’ শ্লোগানের পাশাপাশি গর্বের সাথে উচ্চারণ করবে ‘জয় শেখ হাসিনা’।”
এদিকে গত বৃহস্পতিবার ও শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হলে হলে ছাত্রলীগের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন গোলাম রাব্বানী ও শোভন। প্রতিনিয়ত এরকম সামাজিক ও মানবিক কাজ করে ‘মানবতার ফেরিওয়ালা’ ও ‘ইতিবাচক ছাত্র রাজনীতির ব্র্যান্ড এম্বাসেডর’ হিসেবে পরিচিতি লাভ করেছেন জনপ্রিয় ছাত্রনেতা গোলাম রাব্বানী।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম